তুমি যখন ছুঁয়েছিলে তখন গভীর রাত চারিদিকে
কাম ও সংযমের সিঁড়িতে দাঁড়িয়ে ভাবতে ভাবতে
তুমি অমোঘ ব্যাধিতে রূপান্তরিত করলে আমায়
তোমার মুহুর্মুহু ছোঁয়ায় শরীরে নেমেছিলো ঢল
তোমাকে না ছুঁয়েও কামের ঋতু ফোটালো ফুল
সুবাস ছড়িয়ে দিলো দিগন্তে নদীতে পাহাড়ে সবুজে।


তুমি যখন ছুঁয়েছিলে তখন পৃথিবীতে তীব্র অবিশ্বাস
ক্ষয় পতন পরাজয় ভাঙ্গন রক্ত ক্লেদ নির্বেদ হাহাকার
ব্যক্তিগত খোলসের ভেতরে কাটাই নমস্য যৌবন
তোমার মুখের দিকে চেয়ে ভুলে গেলাম ঘাতকের বুলেট
নির্জনতার লোভ ভুলে বরণ করে নিলাম কোলাহল
আমাকে ছড়িয়ে দিলে তোমার শরীরের ভাঁজে ভাঁজে।


তুমি যখন ছুঁয়েছিলে প্রফুল্লতা ফিরে এলো এই শরীরে
ধ্বংসের পরোয়ানা ফেলে ফিরে গেলো মত্ত বৈশাখ
স্নায়ুর শীত কেটে গেলো বসন্তের মেদুর আগমনে
আঙুলে কলম নিতেই লিখে ফেলি অজস্র কবিতা
ওষ্ঠে বেজে ওঠে অমর অক্ষয় চুম্বনের জটিল গীত
তুমি আমাকে সজিব করলে তোমার দশটি আঙুলে।