অন্ধকারে রাজহাঁস কোথায় গিয়েছে চলে?
এতদিন পরেও পড়ে মনে ক্ষণে ক্ষণে এই
কামারশালা রয়েছে এখনও নিভৃত উপায়ে।
সবুজ সন্ধ্যা পেরিয়ে ব্রিজের ওপারে যেতেই
রূপবতী ব্যথা ধীরে ধীরে খুলে দেয় তার শাড়ি—
ফিরে এসেছে কি কেউ যারা গিয়েছে হারিয়ে?


চারিদিকে পালকের ছড়াছড়ি, আঙুলের ফাঁকে
রঙিন নৈরাজ্য করে সময়ের অবাধ চাষাবাদ;
যখন জালের গভীরতা ঠিক জলের সমান
আলো এসে ভিড় করে এখানে এখনও তবুও
চোখের নিচে অজস্র শব্দের দ্বিধা খুন করে
অন্ধকারে রাজহাঁস কোথায় গিয়েছে চলে?


কে কোথায় গিয়েছে চলে? কোথায় হারিয়ে?
বুকের ভেতরে শুনি মার্বেলের অগাধ রোদন,
মাঝি তার রুপোলি জলের নৌকায় করে
চলে যাচ্ছে দূরে, পেছনে মেহগনির সুদীর্ঘ দৃষ্টি
ও দৃশ্যের পরিভ্রমণ, এখানে অবাক বিভ্রম—
অন্ধকারে রাজহাঁস কোথায় গিয়েছে চলে?


যে জাহাজ গিয়েছে চলে সে কি ফিরে আসে?
সে সময়? সেইসব মানুষের ভিড়? আকাশের
রং কিংবা ঢেউ কিংবা জীবনের এইসব বাজার?
জটিল ক্ষুধার মুদ্রায় চেয়েছিলো যারা নিজেদের
তারাও নিখোঁজ এখন জীবনের কদর্যতায়—
অন্ধকারে রাজহাঁস কোথায় গিয়েছে চলে?