অনেকগুলো কেনো নিয়ে বেঁচে আছি
তবুও বেঁচে আছি
তবুও বেঁচে থাকতে হয়।
কিছু কিছু কেনোর কোনো কেনো নেই
ভাষার ভেতরে থাকে জটিল শিশির।
কিছু কিছু কেনো বুঝে নিতে হয়
কল্পনার রঙে আঁকতে হয়।
সব কেনো বলতে নেই
সব কেনো জানতে নেই
কিছু কিছু কেনো জানলে যন্ত্রণা বাড়তে পারে
মুগ্ধতা কমে যেতে পারে
পরিচিত ঘ্রাণ হারিয়ে যেতে পারে ঘৃণায়।
তাই কেনোগুলো হৃদয়ে পুষে রাখি
হৃদয়ে যন্ত্রণা নিয়ে জেগে থাকি প্রতি রাত।