সামনে না কি পেছনে
পেছনে না কি সামনে
একবার থেমে গেলে
পাখি পাখি এই খেলায়
ঢুঁড়ে দেখি জানার মাঝে
কতকিছু অজানা রয়ে যায়।


রুয়ে দিয়েছি সংশয় নীল নীল যৌথ অপচয়
নিরুদ্দিষ্ট জীবনের উপমায়
নেমে আসলে ঢল
ছলছল
গতির বিরুদ্ধে স্থিতিশীল সামষ্টিক স্বপ্নের নশ্বরতায়
আমাদের এইসব সমাবেশে
অলৌকিক পুতুলের ঘ্রাণে
সহজ খাদ্যের স্বাদে
যারা খুঁজে নিতে পারে সহজ স্বপ্ন
রাত্রির গভীর জ্বরে যারা আজও রয়ে যায় অক্ষত
শত শত ক্ষত
পোড়ামাটি আমি এক কারুকাজ সংবলিত।


অচিন সরীসৃপ ফণা তোলে
জলে জলে জ্বলে জীবনের অসম্ভব;
নদীর আয়ু ফুরিয়ে গেলেও
কোনো কোনো জ্যামিতিক ঘ্রাণে
নাকের গতিপথ জমে গেলে
মানুুষ মেনে নেয় নৈঃসঙ্গ্যের পরাজয়।
চিড়িয়াখানার সিংহ হওয়ার
নিয়তি নিয়ে জন্মেছে যারা
বনের স্বপ্নের রূপ কীভাবে পাবে তুমি
যখন দুঃস্বপ্নকেই স্বপ্ন বলে মেনে নেবে?


স্তরে স্তরে
বিবিধ বসার ভঙ্গিতে
বসতে গিয়ে দেখি
নাগরদোলায় দোল খেতে খেতে
সন্ধ্যার বর্ণিল সুর যায় হারিয়ে।
না থাকলেও শব্দ থাকে
ফলের ভাষা না বোঝার ব্যর্থতায়
দাঁতের নিষ্ঠুরতার কাছে
সৌন্দর্যের মৃত্যু হলেও
ঝরনা বলে জিজীবিষা জিজীবিষা।