একটি বৃষ্টির ফোঁটা ফুলের শরীর বেয়ে নেমে যাচ্ছে—
আরেকটি ফোঁটা দুভাগ হয়ে মিশে গেলো পাখির ডানায়।
সোনালি এক সন্ধ্যার আয়ু ফুরালে
গল্পেরা জমে থাকে বুকে আর
একটি দৃশ্য শত বিভক্ত
হয়ে ঢুকে গেলো
মস্তিষ্কে।


হাঁটতে হাঁটতে হঠাৎ ঢুকে পড়লে বাঘের সীমানায়
তুমি প্রত্যাহার করে নাও চুম্বনের শর্তাবলি।
দ্রুতগামী বাসের শরীর থেকে
কিছু স্মৃতি উড়ে উড়ে
বসে থাকে আমার
ঠোঁটে।


একটি আয়নার পাশে দাঁড় করিয়ে দিই বিপর্যস্ত গোধূলিকে
দেখি সময়ের চুল হতে কিছু অতীন্দ্রিয় ঝরনা
আমাদের ব্যাধিগুলোতে পরম মমতায়
ঢেলে দিচ্ছে আন্তরিক দূরত্ব।
কেউ কেউ বেঁচে যায়
কেউ কেউ মরেও
বেঁচে থাকে।


রঙের ভেতরে ডিগবাজি খেতে খেতে শীত আসে
কিছু বোঝা কিছু না-বোঝার মাঝামাঝি দাঁড়িয়ে
জীবনের সৌন্দর্যকে খুঁজতে গিয়ে
হয়েছি আততায়ী—হায় মেঘ হায় পরাজয়
স্বর্ণমন্দিরের তালা ভাঙতে গিয়ে নিহত হয়েছে কত আশা
নিরুদ্দেশ তাই কোনো ঠিকানা নাই।