কেমন করে ভুলবো আমি মন-বেদনার কথা
ফুলের মতো চুপসে গিয়ে কাটাই নীরবতা,
কেমন করে তোমার স্মৃতি করোটিতে হাসে
অবচেতন মনটা আজও তোমায় ভালোবাসে।


কেমন করে ভুলি আমি মেঘলা রাতের স্মৃতি
সহজ রোদের ঘ্রাণটা ভুলে টানলে কেনো ইতি?
হাতের ওপর হাতটি রেখো কাটতো কত বেলা
বেলায় বেলায় বাড়লো তোমার শুধু অবহেলা।


হঠাৎ করে মেদুর হাওয়ায় মন-উদাসী পথে
কেমন করে চুপটি থেকে আঘাত করো ক্ষতে
তুমি ছিলে সবই ছিলো কতদিন এসব সন্ধ্যায়
গল্পগুলো কোথায় গেলো কোন বারান্দায়?


কেমন করে বেঁচেছিলাম জানতে যদি তুমি
বুকের ভেতর তৃষ্ণা ছিলো ছিলাম মরুভূমি,
যত তোমায় ভুলতে গিয়েছি ততই মনে পড়ে
তোমার কথা ভাবতে ভাবতে অন্তরাত্মা মরে।


স্মৃতির বৃত্তে বন্দি আজও কোথায় মেলছো ডানা
হৃৎভেতরে স্মৃতির শাবল দেয় যে রোজ হানা,
শহর জুড়ে হাজার মানুষ হাজার রকমের ভীড়ে
আমি এখন একলা মানুষ একলা থাকার নীড়ে।