তোমার দু'চোখ
জানি কোনোদিন খুঁজেনি আমাকে
আমার দু'চোখ
চিরদিন খুঁজে খুঁজে হয়রান তোমাকে।
তোমার দু'চোখ দেখেছে পুরুষ শরীরের অন্ধকার
বিলাসবহুল হোটেল সুউচ্চ টাওয়ার ফাইভ স্টার
শত শত সৈকত জনপদ এয়ারপোর্ট ব্রিজ রিসোর্ট
সমুদ্রের নীল মাটির বিবিধ রঙিন ফুলের শোভা,
আমার পরাজিত দু'চোখ কেবলি দেখেছে তোমায়
সন্ধার আলোয় বৈকালিক আকাশে শীত উৎসবে
পরিত্যক্ত পলিথিনে বাদামের খোসায় জীবনের ক্লেদে।
তোমার দু'চোখ দেখেনি জীবনের বিচিত্র নির্বেদ
পরাজিত শরীরের পাশে রাতের বিকট চিৎকার
বুভুক্ষু মুখের করুণ আর্তি আর পকেটশূন্যতা,
আমার দু'চোখ দেখেনি বিচিত্র সব রাজধানীর মুখ
মানুষের সভ্যতা চিত্রকলা ভাস্কর্য ওয়াইন ক্যাফে
পৃথিবীর রাত ও দুপুর জুড়ে রুইমাছের কারুকাজ।
তোমার দু'চোখ দেখেছে পৃথিবীর সমস্ত স্বাদ রং
দেখেছে প্রাসাদোপম বাড়ি বিলাসবহুল গাড়ি
এতসব ভীড়ের মাঝেও কী খুঁজে তোমার দু'চোখ?
তোমার দু'চোখ
জানি কোনোদিন খুঁজেনি আমাকে
আমার দু'চোখ
চিরদিন খুঁজে খুঁজে হয়রান তোমাকে।