বাবু আমার কত্ত কিউট
এত্তখানি গুড,
বলার আগেই বুঝে ফ্যালে
আমার চয়েস ফুড।

জামা-কাপড় জুতো ছাতা
কোনো চিন্তা নাই,
এভরি উইক আমরা দুজন
শপিং মলে যাই।

চুলের যতন, রং ফর্সা
সাঁজের যত্তকিছু
সবসময় নিয়ে ঘোরে
আমার পিছু পিছু

বাবুর আমার গাড়ি আছে
বাড়িটা সাততলা
আরো আছে.. সিক্রেট সব
যায়না তোদের বলা।

বান্ধবীরা শোন,
আগের বফের এ কারনেই ভাইঙা দিসি মন।

টাকা পয়সা কিছছুটি নাই
হুদাই ভালোবাসা।
এসব দিয়ে করবোটা কি
আমার জামাই খাসা।

যদিও তার বয়সটা বেশি
মাথায় ভরা টাক,
কে কি বলে করবোটা কি?
ওসব চুলোয় যাক।

বড্ড সুখে রাখসে যে সে,
তোদের কি আর বলি
জামাইটা সে হোকনা যেমন
বহুত ডাটে চলি।

প্রেম যা করার করসি তখন
বুদ্ধি কি আর কম?
বিয়ের সময় করসি বিয়ে
পয়সা ওয়ালা টম।

রুদ্র রুহান