আমার দু'হাতে খেলা করে সমস্ত পৃথিবীর রোদ
বৈরী ঝড় খুঁজে ফিরে সমুদ্র গোঙানো বোধ,
উদম গায়ে দেবালয় ছুটে যায় আত্মার বোরাক
আস্ত মানচিত্র গিলে খাই, তবু মিটে না মনের খোরাক


আমি আঁধারের পথে পথে মুঠো জোছনা উড়াই
পূজা ব্রত সারথি’র কলিজা চিড়ে রক্ত চুষে খাই,
সুরার পেয়ালা হাহাকার করে রক্তের দানা কই
জেগে উঠে পাপের রাজ্য নাচে নর্তকি করে হই চই।