জীবন যাদের হারিয়ে গেছে
ফুটপাতের ঐ ঘাসে,
অন্ন যাদের মুখের কাছে
স্বপ্ন হয়ে হাসে।


শিশির যাদের খড়ের চালে
বৃষ্টি হয়ে ঝরে,
একটু হাওয়ার ছোঁয়া  পেলে
ঘর নড়বড় করে।


ছেঁড়া কাঁথায় শরীর  ঢাকে
শীতের সকাল কাশে,
সূর্যি মামা অগ্নি হয়ে
মাথার উপর হাসে।


শিক্ষা  যাদের ঘামের সাথে
মাটির উপর পড়ে,
তাদের কথা শুনলে আমার
মনটা কেমন করে।


(কৈশোরের শুরুর দিকের ছড়া এটি যখন লেখার চেষ্টা করছি সবেমাত্র)