জেগে উঠে মানুষের বীর্যে
আদিম হিংস্র দানব,
যুগের উপাখ্যানে নিষিদ্ধ সব অধ্যায়।
জোয়ার তোলে অগ্নি কথক,
মগ্ন রক্ত টগবগিয়ে উথলে উঠে
সভ্যতার বীভৎস ঘর্ষণে;
আলোর ঝর্ণা ধারা
চিরহরিৎ অরণ্যের বৃক্ষ পটে ঘুমন্ত জোছনা
জেগে উঠে কালের অস্পষ্ট চোখ,
জেগে উঠে দিগন্ত তিমির
আশাবাদী রাতের বুক ছিঁড়ে
জেগে উঠে উন্মত্ত মাতাল কবিতা।