অনেক দিন হলো যাইনা কবিতা পাঠের আসরে
আড্ডায় আর তুলে আসে না মদের পেয়ালা,
বন্ধুরা বলে অনেকটা বদলে গেছিস প্রিয়ার অধরে
অথচ আমার নশ্বর বুকে বিবর্ণ কষ্টের নীল উতলা।


রাত্রি আমায় জড়িয়ে ধরে রক্ত বীর্য অংকুরণে
মেঘের চাদর ডাক দিয়ে যায় প্রিয়ার বাহুর আলিঙ্গনে,
মুগ্ধ তার চোখের প্রদীপ সকাল আনে আঁধারে
এমন প্রিয়া ছেড়ে বল কেমনে আসি তোদের বারে।