ইদানিং কদাচিৎ তোমার কথা মনে হয়
মাঝে মাঝে নিজেকে ভুলে যাই, নীল
আকাশের সোনালী মেঘের আড়ালে হাসে নির্দয়
চাঁদ, জোছনা ছড়ানো শিশির আপনাতে বিলীন।
ভোরের রৌদ্র ছায়ায় ভিজে আছে তোমার শাড়ী,
আমার অদৃশ্য হেঁটে যাওয়া রক্ত গালিচা জুড়ে
নিঃসঙ্গতা সাথি আমার ; হাতে ভরপুর মদের হাঁড়ি।
বুকে আলোর হুংকার তুলে নাচে বেহেস্তি হুরে
ইদানিং আমার শান বাঁধানো মন দিগ্বিদিক ছুটে
ধূলি ধূসর নগ্ন চেহারা তাচ্ছিল্যভরে বিদ্রূপ করে
স্বপ্ন সৃষ্টির আশায় তোমার উপেক্ষিত বুটে
পদদলিত হই, সকরুণতায় অশ্রু ঝরে।