সাম্যের বুকে রক্ত জবা
মাথার উপর অগ্নি তাজ,
বিশ্ব দেবের নগ্ন থাবা
গোদের উপর বিষের ভাঁজ।


প্রলয় শিখা,  বন্দী দিশা
কে গায়রে সাম্যের গান,
দেবী চরণ রক্ত থালা
আপন হাতের মুঠোয় প্রাণ।


রুধির ধারা বইছে দ্রোহে
উড়ছে ওরে মরন নিশান,
আসছে তেড়ে বহ্নি তুরগ
মরছে লাখে মানুষ প্রাণ।


যুগের দাহে উন্মাদ আমি
কিসের আবার সাম্যবাদ,
রক্ত শরাব পান করেছি
জন্মে আমি মৌলবাদ।