কতোদিন দেখা হয়না
বলা হয়না ভালোবাসি,
তোমায় শুধু স্বপ্নে দেখি
রিমঝিম বৃষ্টি দেখি
কতোদিন ভেজা হয়না একসাথে বর্ষায়
গাওয়া হয়না গান, সুরের মুর্ছোনায়।
কতোদিন হাটা হয়না পাশাপশি
দেখা হয়না দুচোখ ভরে
নীল আকাশ, নীল পদ্ম
নীল মায়া ভরা চোখ।
উদ্বেলিত হৃদয়ের কিছু কথায়
কিছু বলতে পরিভাষায়
কিছু নিবেদন প্রেমে, প্রেমী মনে
কিছু পাখি উরে যায় দুরে...
কিছু ফুল ফোটে ভোরে
প্রেয়োসীর জন্যে।
কতোদিন...কতোদিন
বলা হয়না ভালবাসি!
আজ তবে শব্দ গুচ্ছে
ফিরে এলো প্রাণ
ফিরে পাওয়া ইচ্ছায় মন উদ্ভাসিত।
পূর্ণ প্রেমে মন উচ্ছাসিত
ব্যাকুল হৃদয়ে প্রেমের জোয়ার
আবেগ ছোঁয়া, গোলাপী ধোঁয়া
তোমার কপোল ঘিরে লাল লজ্জা
তীব্র প্রেমের স্রোতে বাধ ভেঙেছে
ভেসে গেছে কমল তনু
রাঙা রংধনুর রঙ্গে রঙ্গিন ভুবন।
আধারে আলো যেনো
কতটা ভালবাসায় মুগ্ধ হয়ে
বিমোহিত দু'নয়ন ছলছল
কলকল করে ঝরে প্রেমের ঝর্ণা
প্রেমী, বলোনা কি করে আজ
বাসবো ভাল, বাসবো ভাল
আবারো ভালবাসায়, নতুন আশায়।।