আজ কবিতা লিখবো বলে,
পাখিরা গান গায়,
পাখিরা ডানা মেলে উড়ে যায়
নীলাকাশে মেঘের ভাঁজে ভাঁজে।
আজ কবিতা লিখবো বলে,
বুড়িগঙ্গা পাড়ি দিয়ে
দালান কোঠায় আছড়ে পরেছি ;
হাতরে বেড়াই পুরোনো স্মৃতি গুলো।
আজ কবিতা লিখবো বলে,
কাছে তুমি নেই,
মনে ব্যাথা নেই, কবিতায় ছন্দ নেই ,
এ মনে শুধু তোমারই নির্মল প্রতিচ্ছবি।
আজ কবিতা লিখবো বলে,
দক্ষিনা পবন বহে;
অপরাহ্নের রক্তিম আলোকচ্ছটায়
হৃদয়ে আবির মেখে ভেবে যাই।
আজ কবিতা লিখবো বলে,
আনমনে ঘুমে চোখে স্বপ্নজাল বুনে ;
ছেঁড়া স্বপ্নে শুধুই নিদারুণ বেদনা।
আজ কবিতা লিখবো বলে,
বৃষ্টির জলে ভিজে;
নৌকায় দুলে জল তরঙ্গে জলকেলি।
আজ কবিতা লিখবো বলে,
সাদা শার্টের বুক পকেটে দুটি কলম ;
একটিতে হলদে বর্ণমালা
আরেকটিতে ছন্দে ছন্দে খেলি।