বসন্তের নাতিশীতোষ্ণ ধূসর সন্ধ্যায়
আমি নৈশব্দের এক রহস্যময় কবিতা,
যে মিলিয়ে গেছে ঝিঝি পোকাদের শাসনে।

আমি উত্তপ্ত সাহারা মরুর সেই ক্ষুদে জলাশয়
মরিচিকা ভেবে যার কাছে ভিড়েনি মুসাফির কাফেলা।

নক্ষত্রের ঝরে পড়া কুসুম প্রভাতে
আমি ঘাসের ডগায় আশ্রয় নেয়া শিশির বিন্দু,
যে ক্রমাগত বিলীন হতে থাকে সূর্যের তাপে।

তুমি কি শুনতে পাও?
রাতের নিস্তব্ধতা ভেঙে শতাব্দী পুরোনো আমার ক্ষীণ পদধ্বনি?
মরুর বালুকারাশী ডিঙিয়ে যখন তোমার কাছে এসেছিলাম!