তুমায় পাবো বলে রোজ বিকেলে রাস্তায় দাড়িয়ে থাকি  
যখন দেখি তুমি কালো রেশমি বোরখা পড়ে নয়ন টা যায় রুখে।
তুমার মায়াবী চাহনি রুদ্রউজ্জল হাসিটা আমায় পাগল করে।
আমি নিরঞ্জনের দোকানে চায়ের আড্ডা বসে তুমাকে দেখি।


রোজ বিকালে তুমার বাড়ির পাশে যেতাম তুমার খোজে
মনে হয় এই বুঝি তুমি এলে কাশফুল দেখতে
ওগো বিলাশী মেয়ে তুমাকে যে পাইনা সেদিন
আমি হেটে হেটে যাই দূরের গগনে।।


পরবর্তী অংশ পরের পর্বে