যদি করিতে পার ধ্যান ভরিয়া মন প্রাণ।
নিশ্চিত জানি হবে যে তোমার জয় করিও না ভয়।
যদিও একটু আধটু ত্রুটি বিচ্যুতি হয়
তারও পরে জীবন তোমার হবে যে সুখ ময়।
             - - -
নিখিল ভুবন হাসিবে পাইয়া তোমার পদধূলা,
পার যদি রাখিতে আপন চিত্ত খোলা।
চাহিলে এ আমার বিশ্ব পতি
অতল সিন্ধু হিল্লোল করিতে পারিবেনা তোমার বিন্দু মাত্র ক্ষতি।
            - - -
ছাড়িও না ধ্যান কায় সুখ পাইয়া,
হারানো সুযোগ পাবে না তুমি অশ্রু বিসর্জন দিয়া।
যদি না কর অপচয় মোট সময় এর মাত্র বিন্দু,
হেরিয়া তোমায় দিইবে সালাম দূর গগনের ইন্দু!!