এই বুঝি হলো শেষ কথা?
রহেছে বুকে অপবাদের ব্যথা!!


তোমারই জন্যে আমি পাক,আমি পবিত্র।
তোমারই জন্যে নয় কি আমি কলঙ্কিত?
তোমারই জন্যে আমি আত্ম বিরোধী,
তোমারই জন্যে আজিকে আমি সন্ন্যাসী!
তোমারই জন্যে আমি অপরাধী,
তোমারই জন্যে আমি কাতর চিততে রহি পথ চাহি!
তোমারই জন্যে আমি পথহারা,
তোমারই জন্যে আজিকে আমি ছন্নছাড়া।
তোমারই জন্যে আমি আজ নই আমি,
শুধুই ভুল বুঝে রয়েছ তুমি,,
- - -
তুমি বুঝিবে তোমার ভুল,
যদিচ খুঁজিবে আমায় হইয়া বেকুল।
আমি তো রহিব না আর আমার,
হারিয়ে যাব অতি দূর কোথাও,,
কলঙ্ক মুছিবার;হইব পারাপার!!