আমার একটি স্বপ্ন ছিলো!
আমি একজনের মা হব,
যাকে গর্ভে,কোলেপিঠে,স্তন্যদুগ্ধে করব লালন!
আদর্শ মানুষ হবে যে,সবুজ শ্যামল দেশ টিকে
করবে শাসন!
- - -
কিন্তু আমি কি মা হিসেবে অগণ্য?
নাকি আমি শুধুই এক আদিম নারী আলোক বিপরীতে!!
যে এক খণ্ড মাংসপিণ্ড হিসেবে ই গণ্য!!
যার বিবস্ত্র দেহ হায়েনার তালু,লোমশ পেশি বন্ধনী ও মুখ গহ্বরে উপভোগ্য!
নাকি কিছু হায়েনার নোংরা মুখের দূরগন্ধমাখা ময়লা মুছবার সফেদ টিসু,
ব্যবহারের পর যার জায়গা হয় কোন এক ডাস্টবিন অথবা কালভার্টের নিচে!
যার নিরাপত্তা নাই কোন এক নিরাপদ জায়গায়ও
মোরা নিরাপদ আর কোথায় গেলে কিসে?
- - -
একটি স্বপ্ন মিলিয়ে গেলো ধোয়াই,হয়নি পূরণ।
একি বিধাতার বিধানসভার চিরায়ত বিধান??
কিছু স্বপ্ন কালবৈশাখী তে মিলিয়ে যাবে ক্ষণিকের ঝড়ে!
যা হারিয়ে যাওয়ার,তাই হারিয়ে যাবে জীবনের তরে!!


বিশেষ দ্রষ্টব্য
কবিতাটি সোহাগী জাহান তনু কে উৎসর্গ করা হলো।