শুকতারা আমি, সুখ পাই তোমায় দেখে,
আকাশের চন্দ্র তুমি, থাকো সহস্র মাইল দূরে সুখে।
তোমারই আজ্ঞিনায় তারার মেলা, জোনাকির মতন মেতে উঠে, এযেনো এক আদিম খেলা!
নিলীমার আবরণে থাকো তুমি স্বর্গলোকে।
পথিক আবেশে আমি তোমার পথ খুঁজি সময়ে  অসময়ে,
আমি পথিক তোমার পথে হেটে হেটে যাই
তুমি চাঁদ বলে,
আমি রোজ করি জোছনা সদাই।।।


.
দ্রষ্টব্যঃ
ধন্যবাদ বন্ধু রাসেল এবং রুমি""