তুমি আসলে যে হে পহেলা
সাজল যে এ ধরিয়া!
যেওনা যেওনা তুমি চলিয়া
নিলাম মোরা তোমায় বরিয়া!
-  -   -
তুমি আসিলে যে হে পহেলা
কেটে গেলো অজস্র শোকের বেলা!
বাড়ির আঙিনায় শিশুরা করে খেলা,
বসল যে গ্রামের প্রাচীন বট মূলে এক বিশাল মেলা!!
-  -  -
তুমি আসলে যে হে পহেলা
সঙ্গে  করে নিয়ে এক নতুন দিন!
সকলের কানে বাজে পরম সুখের বীণ
তোমায় পালন করে সুদূরের সেই চীন!
- - -
তুমি আসলে যে হে পহেলা
মুখে মুখে মধু মিষ্টান্ন,
দোকানীরা খুলে শুভ হালখাতা
ঢোলা ভরা থাকে কৃষাণির অন্ন!
গ্রামেরই মেলায় উঠে রকমারি পণ্য
কত জন কিনে কত কী!
তারই প্রিয় মানুষের জন্য!!
- - -
তুমি আসলে যে হে পহেলা
ইলিশ মাখা পান্তা ভাতের গন্ধে,
শত কবির কবিতারই ছন্দে
তোমার আসার সাথে সাথে হেসে উঠে দূর আকাশের চন্দ্র!!


যেওনা যেওনা তুমি চলিয়া,
নিলাম মোরা তোমায় বরিয়া!!