অদ্ভূত ভাবে ঘটছে যত ঘটনা দূর্নিবার,
মেনে নিয়েছি এটাই যেন বিধাতার বিধান।
তুমি আমি আর আমি তুমি মিলে,
গাইছি গান। সুর তাল লয় ভূলে।
দুলছে মাথা ঝুকছে দেহ অবিরাম।
অদ্ভূত ভাব।।


অদ্ভূত ভাবে দেখছি কত হচ্ছে নির্যাতন,
অল্পে তুষ্ট যারা মার খাচ্ছে যখন তখন।
অথচ দ্যাখো যাদের আছে রাশি রাশি,
অল্পে তাদের মন ভরেনা চাই আরো অধিক বেশি।
অদ্ভূত ভাবে।।


অদ্ভূত ভাবে আজকে দ্যাখো কইছি কথা মিথ্যে যত,
নানান রং বর্ণ রসে করছি তা সত্য কত?
বেকুব যত ভাবছি মোরা,
আসলে জ্ঞানি বেকুব নয় ওরা।
শুধু পাতাচ্ছি ফাঁদ নিজেদের জন্যেই যত।
অদ্ভূত ভাব।।


অদ্ভূত ভাবে মোরা মিলেমিশে হয়ে যাচ্ছি একাকার,
দিনের পর দিন ভয়-সংশয় আতংকে
থেকে হয়ে গেছি নির্বিকার।
বুলেট-শেল বিধেনা আর
অপমান সে তো নস্যি ব্যাপার।
অদ্ভূত ভাবে।।