আমার এ দেহ খানি
সত্যি মতে সত্য জানি।
হরেক রকম মজার খনি
না খুজলে আর পাবি কোথা।


সময় যত গড়ায় বেলা
সাংগো করি সকল খেলা।
মধু মনে মধুর মেলা
খোজা বিনে হারায় হেলা।


দেহের টান গাংগের ভাটি
উজানে শীতলতা খুজি,
পাগল বলে খেলায় মাতি
সাংগো করি জীবন বেলা।


দেহের টানে দেহ খুজি
অপার এ জগৎ মেলা।
চক্ষু দিয়ে হেরি যত
মেটেনা মনের ক্ষত।
ও ওরে নদির জলে তরংগ যত
বাড়ে দেহের খিদে তত।