ক্ষুধার্ত দেহ নিয়ে আমি শেষ,
বাসনা কামনায় উদ্বেলিত।
ঠিক যেন তরংগায়িত ঢেউ,
সময়ে সময়ে আছড়ে পড়ছে পাড়ে।


ক্ষুধা, তীব্র ক্ষুধা
আমাকে করেছে লজ্জাহীন।
লাজহীন আমি বয়ে চলি
জরাজীর্ণ এই কাঠামো।
তোমাদের এই শহরে
বিলি করি আনন্দ, ফেরি করে।
সুদীর্ঘ রাত্রি বেলায়।
কতকগুলো হায়না শকুনের দল
খায়, খুবলে খুবলে খায়।
যেন বহুদিনের অভূক্ত ওরা,
খুবলে খায় আমারি মতন
অগনিত আনন্দ ফেরি।।


এখন আমার জঠরে ক্রমবর্ধমান
তোমাদের বারোয়ারির ফল,
অপেক্ষা আত্মপ্রকাশ ।।