শব্দে নয়, বাক্যে নয়
হৃদয়ে আছে গাথি।
কাগজে নয়, পাতাতে নয়
মণনে ধরে রাখি।
শিল্পির তুলিতে, সবুজের চাদরে
নীলিমার প্রতিচ্ছবি।
বাংলাদেশ....... আমার জন্মভূমি।।


দিগন্ত জুড়ে ফসলের ক্ষেত
বাতাস দোলে শীষে শীষে।
শুভ্র বক, চড়ই-শালিকের ঝাক
হৃদয়ে আছে মিশে।
দুরন্ত বালক ঘুড়ি আর ডাংগুলি
সাঁঝের আলোতে কিযে মায়া রয়েছে মিশি।
বাংলাদেশ....... আমার জন্মভূমি।।


গাঢ় নীল আকাশ,
উজ্জল সাদা সাদা রোদ
সারি সারি ঘর,
চুন-পাতার রং উৎসব মুখর।
ছয় ঋতুতে ছয়টি রূপে সাজো তুমি
বাংলাদেশ....... আমার জন্মভূমি।।