বসে বসে ভাবছি খুব
আমি কি পারি,
আমার মতন?
দিনের শেষে ক্লান্ত যখন
ঝুলে পড়ে মুখোশগুলোন।


রাতের আঁধার দেখে
খুশিতে নেচে ওঠে।
শ্বদন্ত ফোটে, ঠোঁটের কোণে।
বেরিয়ে আসে জল
ফোটায় ফোটায়
গোলাপি রঙ এর জিহ্বার ডগায়।


দিনের বেলায় মুখোশের আড়ালে,
থাকি, সুশিলতার চাদরে মুড়ে।
বেরিয়ে পড়ি শিকাড়ের খোঁজে।
নানান কৌশল, নানান রসে
টোপ ফেলি কথার ছলে,
কত বোকার বাস,ভাবি আড়ে।