আরো একটা দিন গত হচ্ছে,
হারাচ্ছি গৌরব বছরে বছরে।
নতুন ভোরে কত প্রত্যাশার আশে,
নতুন বছরে কত স্বপ্ন বুকে দানা বাধে।


এক সাথে পায়ে পা বেধে নামি পথে
কিছুটা এগোতেই দেখি শুন্য, চারিপাশে।
সাহসীস্বপ্নবাজরা পরে আছে পথে
গলিত অর্ধগলিত নগ্ন ভাবে।


প্রতিটি নতুন ভোর আসে
নিয়ে আসে হাজার সম্ভাবনা।
বেলা বাড়তেই বন্ধ হয়
সম্ভাবনাগুলো ঝুলে থাকে বিশ্বাস সুতোয়।


এই বসন্তে রঙিন প্রকৃতি আপন খেয়ালে
আবারও বুক ভরে নতুন স্বপ্নে।
বেরিয়ে আসি পথে ভেংগে জড়তা
চোখে, হাতে-মুখে থাকে আগামীর বারতা।