আসুন খেলি।
শব্দ নিয়ে খেলি।
লিখি সব যা আসে আজ মনে
তুলে আনি কাগজে, কলমকালির টানে।
আসুন আজ লিখি মগজ ফাঁকা করে
বেরিয়ে আসুক সকল যন্ত্রণা।
লিখি আজ সব দেয়ালে দেয়ালে
তুলে দেই, ছড়িয়ে দেই এই মন্ত্রটা।


আসুন লিখি, ভেঙ্গে জড়তা
বেরিয়ে আসুক শব্দের পর শব্দ।
লিখি সব অজানা কথা, দেই বারতা
ইতিহাস হয়ে উঠুক এ অব্দ।
ভবিষ্যৎ কি জানবে না আর
দেশে ভরে গেছে কতগুলো ভয়ংকর জানোয়ার।


আসুন লিখি সুভ্রতার জন্য
লিখি সরল মাটির গল্প।
লিখি দেশের কথা
খেটে খাওয়া মানুষের কথা লিখি অল্প।
জানুক ভবিষ্যৎ শুধু জানোয়ার ই নয়
খাটি মানুষের ও বাস এ দেশে হয়।