আজ অবসরের দিন,
সাপ্তাহিক কর্মব্যস্ততার পর, আজ অবসর।
এ দিনটি আমার,
নিজের মত করে কাটাবার।
একটু অলসতায় মোড়ানো,
আধ সজাগ-ঘুম চোখ মেলে ঘড়ি দেখা।
অতঃপর নেই সেই তরিঘরি যুদ্ধ,
সং সেজে রং মেখে নাকেমুখে দুটি দানা রেখে দৌড়।
নেই যন্ত্র-মানব হবার প্রয়াশ,
দক্ষতার ঝলকে, বুনিয়াদি ভাষা আর সস্তা হাসির প্রকাশ।
আজ আমি মানুষ, স্বাভাবিক আর আতুড়।
আজ খোলা আকাশ দেখবো, দৃষ্টি মেলবো অসীমে
খোলা পায়ে হাটবো ধুলায়।
হয়তো বৃষ্টিতেও ভিজতে পারি কিছুক্ষন।।


আজকের দিনটি আমার দশ নম্বর সংকেত
উত্তাল সমুদ্র পারি দেবো আমার বাইকটি নিয়ে।
ঢেউের পর ঢেউ এসে পরবে বিকেলের নরম বাতাসে,
পতপত শব্দে উড়বে জামার আস্তরণ।
হয়তোবা সস্তায় সিনেমাও দেখবো,
দশ টাকার এক ঠোঙ্গা বাদাম থাকবে হাতে, তারপর কটরমটর.......
গভির রাত আমি আর আমার ভটভট বাইক
শুনশান রাস্তা, নরম হাওয়া আর এক থালা তারা, সহযাত্রি।
একাদশী শশী আর বেলী ফুলের খূনেবাস,
আছরে পড়ছে আমার লাজহীন জানালায়।
অতঃপর ঘুম, গভির ঘুম.........


        মোঃ রুহুল আমিন....