তোরি কথা কইতে সখি বুকে বড্ড কাপন ধরে,
তোরি কথা কইতে সখি চোখে অশ্রু গড়িয়ে পরে।
তোরে দেখিবার তরে কত বেলা মোর কাটিয়াছি হেলায়,
সকাল-সন্ধ্য করিয়া এক শিমুল গাছের তলায়।
আহার নিদ্রা সব রাখিয়াছিনু তুলি,
সরু ঠোটের হাসি দেখে ভূবন গিয়াছি ভুলি।
সখি, তোরে দেখিয়া শৈশব কৈশোর সব করিয়াছি পার,
তোরি জন্য বুকের ভেতর গরিয়াছি ঘর ভালোবাসার।
বলি বলি করি এইবার বলি ভাবিয়াছি কত,
দেখিলে তোরে মোর বুকে কাপন ধরিত যত।
আজ এতগুলো বছর বাদে তুই হইয়া রইলি ফুল,
একটি বার তোরে দেখিবার তরে পরাণ মোর ব্যাকুল।
জানি আমি ঢেড় হইবে না আর দেখা তোরি সনে,
মোর পরাণের যত ব্যাথা গোপন রাখিবো এই মনে।