আমি বলি,
সকালের সূর্যটা কি দারুণ?
তুমি বলো,
মেঘমুক্ত সকাল তাই
সূর্য, সে তো প্রতিদিনই এমন।


আমি বলি,
কামিজে তুমি সুন্দরী খুব।
তুমি বলো
বোকা,
শাড়ীর ওপর যায় নাকি কিছু।


আমি বলি
ঝালটা কমাও
তুমি বলো
খাবে নাকি বি স্বাদেও।


আমি বল
দোষটা আসলে গল্পটার।
তুমি বলো,
গল্প ঠিকঠাক, চরিত্রগুলোই অবান্তর।


একইসাথে একই ছাদের তলে
ভিন্ন মতের সংসার বয়ে চলে।
সময়ের প্রবাহে হারায় সময়,
জীবন শেষে বুঝি এরেই ভালবাসা কয়।।