কেন কেন কেন এতো কষ্ট, কিসের এই প্রত্যাশা?
আর কার জন্যই বা আঁকড়ে রেখেছি এতো ভালোবাসা?


কেনই বা ঝরে চোখের জল?
কোন পাপের জন্য হল ধার্য এতো তিক্ত ফল?


কেই বা সে, যার জন্য এতো কিছু?
কী সেই মায়া, যার করে চলেছি পিছু?


সে কি জানে? সে কি বোঝে? পাচ্ছি কতো কষ্ট?
সে কি মানে? সে কি খোঁজে? সে কি আমারি মতো পথ-ভ্রষ্ট?


না জানিনা কতোটা ভালোবাসে সে আমারে,
জানিনা কষ্টের ঢেউ ওঠে কিনা তাঁর অন্তরে।


জানিনা আদেও সে ভালোবাসে কিনা আমায়,
তবুও লাল শাড়ি আর চুড়ি পরাতে যাই রেখে যাওয়া তার ছায়ায়ে।