হযরত আলী, মা ফাতিমা আর হাসান হুসাইন,
মুমিনগণের কাছে আছে তাঁদের অনেক ঋণ।
নবী বলেন "এঁরাই আমার পবিত্র আহলে বাইত"
এঁরা আমার দেহের অংশ, আল্লাহর দীনের ভিত।


আহলে বাইতকে ভালবাসা ঈমানের অংগ,
তাঁদের ভক্তি ছাড়া সকল আমল হবে ভঙ্গ।
আলী ইমামদের নেতা, মা ফাতিমা নারীদের-
জান্নাতের সম্রাজ্ঞী, পুত্রদ্বয় সরদার যুবকদের।


এক শ্রেণীর মুসলিমের অন্তরে মহাচুলকানি!
তাঁদের ভক্তকে "শিয়া" বলে গালি দেয় জানি!
"শিয়া" কোনো গালি নয় তার অর্থ "অনুসারী"
যে যার অনুসরণ করবে অনুগামী তারই।


কোন্ স্বর্গে যাবে মুসলিম ক'রে তাদের অগ্রাহ্য?
মুসলিম নয় তারা, নবীর দীন হতে পরিত্যাজ্য।
শুধু মুখে বললে ভালবাসি প্রমাণ হয়না তার,
তাঁদের খুশিতে খুশি, দুঃখে হতে হয় ভাগীদার।


নবী নিজের চেয়েও বেশি ভালোবাসেন তাঁদের,
আমরাও ভালোবাসলে ক্ষতি হবে কী আমাদের?
তাঁদের ভালোবাসলে যদি কেউ বনে যায় শিয়া,
তাহলে তো রাসুলও তাই, বলি শোনেন মিয়া।


০১/০৯/২০২২ খ্রিঃ