সুসময় দুঃসময়ে তুমি একটিবারও কী খুঁজো?
অথচ প্রতাশা করো তোমায় যেনো করি পূঁজো!
পূজনীয় হতে নিবাস গাড়ো উপাসকের অন্তরে,
শ্রদ্ধা মেলে মুহব্বতে, মেলে না অগ্নোৎসব করে!
তুমি তো একটা বেয়াকুব, আদৌ বুঝো কিছু বুঝো?
কষ্টের বোঝা টানতে অকালে হয়ে গেছি কুঁজো?
যদি আবার হয় তোমার মনের পরিবর্তন?
তবে দূরে যাওয়ার আগে ভেবো কিছুক্ষণ!
যেতে চাও, যাও, এতো দূর যেওনা!
যেখান থেকে ফেরার পর পৃথিবী লাগে অচেনা!