: ও দাদু যাও কোথায়? কেন্ নাতি বইমেলাই!
: সেথা গিয়ে করো কী? মানুষ ধরে বইগেলাই!
: নাতি মেলাই আগে পাঠক আসতো বইয়েই ঘ্রাণে,
: আহ্ রে! সেদিন আজ যে কোথা গেলো কে জানে?


: আগেকার দিন কেমন ছিল? আর এখন কেমন দাদু?
: এখন লেখক পাঠক সবে সেল্ফিতে মত্ত, বুঝলি চাদু?
: আগে ছিল বইয়ের প্রতি মানুষের গভীর ভালবাসা,
  পছন্দের বই কিনে সবে মেটাতো মনের পিপাসা।


এখন কে লেখক আর কে অলেখক চেনা বড় দায়!
বইয়ের প্রতি মানুষের তাই আগের মত ভালবাসা নাই।
লেখক এখন দ্বারে দ্বারে ফোন করে জবরদস্তি,
ডেকে ক'খান বই গচিয়ে সেল্ফফি তুলে করেন মাস্তি!


: নাতি আমরা এখন এসবে অতি আধুনিক দুরস্তকেতা,
ভাল বই ও পাঠক দুস্প্রাপ্য এসব এখন আদিখ্যেতা !
: দাদু সেল্ফিবাজ লেখকরা মনে হয় বড্ড অভাবী?
: নারে এসব হচ্ছে বাতিক আমি ভবিষ্যত নিয়ে ভাবি!