খাঁটি জিনিস খাইনি কভু, শুনিনি খাঁটি কথা,
পাইনি প্রাণে খাঁটি হাতের ছোঁয়ার শীতলতা।
জন্ম থেকে এই কথাটির সাথে নাই পরিচয়,
কোনো কিছু আসল নকল করতে ব্যর্থ নির্ণয়!


ভাগ্যক্রমে কারো মুখে শুনলে কথা খাঁটি,
হয় না বিশ্বাস সনদ খুঁজতে কতো ঘাটাঘাটি!
ভেজাল খেয়ে ভেজাল শুনে হয়ে গেছি অভ্যস্ত
খাঁটি শরীর খারাপ করে বলো দেবে কার দোষ তো!


খাঁটি ঘ্রাণ পায়নি নাসিকা, খাঁটি দেখিনি চোখ,
খাঁটি খাবার মুখে দিলে গিলতে পারিনা ঢোক।
প্রশ্ন আমার বস্তু কেনো সন্ধান করবো খাঁটি?
কেনো তাকে পেতে এতো করবো হাঁটাহাঁটি?


আসলে কী আমাদের ভাই আছে এতটুকু হুশ?
খাঁটি জিনিস না খুঁজে কী খুঁজেছি খাঁটি মানুষ?
যেথা নাই কো খাঁটি মানুষ তৈরি করার ঘাঁটি,
সেথা জিনিস আসল খোঁজা একেবারে মাটি।