রঙিন ফুলের মত ছিল জীবন আগে,
রাখার চেষ্টা করি পর্যবেক্ষণে অনুরাগে।
দুষিত হতে দেই না তাকে কোনদিন,
সব সময় রাখতে চেষ্টা করি অর্বাচীন।


যত করে যাই না কেনো আপ্রাণ যুদ্ধ,
মোটেও পারিনা তাকে রাখতে শুদ্ধ।
এসেছে এমন এক অরাজক পরিবেশ,
এড়াতে যত চেষ্টা করি জড়ায় বিদ্বেষ।


অনাকাঙ্খিতভাবে নির্মলতার গায়-
কালিমা লিপ্ত হয়, রক্ষা করাই দায়।
সে হাসি হাসবো, তা হাসে অন্যকেউ,
আমার চোখে অবাঞ্ছিত জলের ঢেউ!


যে বিপদসংকূল পথ অত্যন্ত বিকট,
তা আজ অতি চেনা আমার নিকট।
যে সব কষ্ট দুঃখ যাতনা অপরিচিত,
তা চরমভাবে আমার 'পর আবর্তিত।


যে সময় আমার, সে এখন প্রতিকূলে
ফোটাবো ফুল, সেথা ভরে ভুলে ভুলে।
যে সব অধিকার প্রাপ্তি নিশ্চিত আমার,
যে পাওয়ার অযোগ্য, স্বত্বাধিকার তার।


কেন এমন দুর্বিসহ আমার এই জীবন,
অনুসন্ধান করেও জবাব পায় না মন।
পরকালের জন্য আমার অমূল্য জীবন,
ভিন্ন কিছু নয় শুধুমাত্র কাজ সংশোধন।


এখনই যদি না পাই সংশোধনের সুযোগ,
কীভাবে করব যবে শুরু হবে কারাভোগ।
অনন্ত জীবনে প্রত্যাগমনের পর আমার,
বলো কী উপায় হবে, পাবো কী নিস্তার?


২৩/০৬/২০২১ খ্রিঃ