লিখলে কয়েকটি কবিতা কিংবা
উপন্যাসের রসদ হতে পারতো
কিন্তু আমি কখনোই লিখবো না।
বর্ণমালারও অনেক সম্মান আছে,
তাতে যা কিছু লেখা যায় না।
লিখলে তা আর ভোলা হবে না।
মাঝে মাঝে মনে পড়বে।
আমি সব ভুলে যেতে চাই।
তাই আর কোনো কিছুই
উল্লেখ করতে চাই না ।
জানা ছিলো না বন্ধুর পথ পাড়ি দিয়ে
একদিন ঝর্ণার কাছে যাব!
তার সুপেয় জল পান করব!
বিধাতা সবই তো জানতেন।
জানতাম না আমি
তাই মাঝে মাঝে বিচলিত হতো মন!
বন্ধুর পথের বৃত্তান্ত আর
লিখতে চাই না। অনেক পরে
যা পেয়েছি তা আর হারাতে চাই না।