সত্য কথা বলতে গেলে বলবে সবাই বোকা,
বলছি তবু সারা জনম খাচ্ছে সবাই ধোকা!
সবার চোখের অন্তরালে চরম সত্য লুকিয়ে,
সবাই বেখবর, যাচ্ছে জীবন দিয়ে চুকিয়ে!


আরে বেইমান, জাত হারামী, বজ্জাত, একরোখা!
লাথি মেরে ভাংলি পাজর, জাহান্নামের পোকা!
মা'কে মেরে করলি অর্জন অন্তহীন অভিশাপ!
বল্ তিনভুবনে এরচেয়ে আছে কী কোন পাপ?


তাঁর সর্বস্ব কেড়ে নিয়ে করলি রাহাজানি!
হুশ ফিরলে এহেন কর্মে, ফেলিস চোখের পানি!
সময় পেলি না মাফ চাওয়ার, আঁধার জিন্দেগানী!
এখন কী লাভ তার জুতা ধরে করে টানাটানি?


লক্ষ বছর পরে হলেও, মানুষ ঠিকই একদিন,
বুঝতে পারবে জাত বেইমান মনকাবায় আসীন!
আসল রহস্য কাল যখন হবে উদঘাটিত!
তোদের মত কুলাঙ্গারের মুখে মারবে জুতো!


রচনা : ০৩/০৪/২০১৬ খ্রিঃ