একজন অপরিচিত লোক তার নাম-ধাম অজানা,
সত্যিই কী তাকে দেখে মনে হয় সে খুব অচেনা?
হোক না কেনো সে লম্বা খাটো কৃষ্ণাঙ্গ বা গোরা,
কখনও কী মনে হয় সে একেবারেই আনকোরা?


চোখে চোখ প'লেই মনে হয় কতদিনের পরিচয়,
দুষ্ট লোক দেখে নিজেকে সংকুচিত করে সংশয়।
চোখে মেহেরবানী চেহারা দেখলে মন বুঝে নেয়,
অজান্তেই মন কখন মনে তার জায়গা করে দেয়।


বদ  লোক দেখলেই মন করতে পারে আন্দাজ,
যতই সে বাহিরাবয়বে দিক আভিজাত্যের সাজ।
তারপরও কখনও কখনও মুখোশধারী ধূর্তদের,
চিনতে ভুল হয়ে যায়, জীবনে লেগে যায় ফের!


ফুলের সুবাস যেমন আকর্ষিত ক'রে কাছে টানে,
হিংস্র প্রাণির ভয়ে ছোটে নিরাপদ আশ্রয় পানে।
দয়ালু খোদা আর অভিশপ্ত শয়তান একত্রে দ্বয়ে,
কখনও কী অবস্থান করে কোন মানুষের হৃদয়ে?


মানুষের প্রতি মানুষের মায়া-মমতা, সহানুভূতি
এসব মা'বুদের বিশেষত্বের প্রকাশ, স্বর্গের দ্যুতি।
মানুষের প্রতি অন্যায় অবিচার জুলুম অত্যাচার,
এগুলো শয়তানের বিশেষত্ব তার নির্দয় ব্যবহার।


২৪/০৬/২০২১ খ্রিঃ