ফলদ বৃক্ষ ফলের ভারে
মাটির দিকে অবনত,
ফলহীনের শাখা প্রশাখা
উর্দ্ধমূখী উদ্ধত।


জঙ্গলে বৃক্ষ নিরাপদে
সমহিমায় বেড়ে ওঠে,
জনাকীর্ণ স্থানে ভাগ্যে
প্রতিবন্ধকতা জোটে।


বৃক্ষ ফল ফুল ছায়া ও
সুগন্ধ প্রদান করে,
সময় উত্তীর্ণের ডাল
পড়ে মানুষ মরে।