মানুষ ছদ্মবেশে চাদর তলে কখন ঢাকে  হাসিমুখ?
কখন লজ্জায় ঢাকে অসহায়ত্ব, মর্মব্যথা আর ভুখ?
মানুষ নিজকে লুকিয়ে কখন ভাবে, কেউ না দেখুক!
কখন সে লুকাতে বাধ্য? যেনো কেউ না তাকে ছুঁক।


এমতাবস্থায় নিজকে লুকায়, পরিস্থিতি খুব নাজুক!
আত্মসম্মানে নিজকে  লুকায়, নয় বলে সে লাজুক।
দেখে, না দেখার ভান করে কেউ হতে পারে উৎসুক,
এহেন পরিস্থিতি দেখে মনে পেতেও পারে  খুব দুখ!


বিবেকবানের জায়গায় যদি  দেখে কোনো নিন্দুক!
অনুগ্রহের বিপরীতে প্রকাশ করতে হয়ে পড়ে উন্মুখ!
এমন দুর্দশায় ভুক্তভোগী দেখে যে যা ভাবার ভাবুক,
নয়তো "কোনো মস্ত অপরাধী" তার এটাই মনে সুখ।