সে অত্যাচারীদের দাপটে
কভু ছিল না নিজস্ব রূপে মোটে!
তবে তার কাঠামো প্রতিপালন-
করে আসছে কিছু হৃদয়ে গোপন।


তার ভিত্তি হয়ে গেছে স্থাপিত
এই জমিনের উপর স্থিত,
যেখানে জাত পাত ভেদ
মনের ক্ষেদ, হয় ছেদ।


হিংসা-বিদ্বেষ, অহংকার
ধুলায় মিশে একাকার!
তৎপরতা নেই ছিনন করার,
আছে দুহাতে সব বিলাবার।।


কেউ প্রয়োগ করে না শঠতা
কারো মনে নেই স্বার্থপরতা
যেথা সব দারোন্মুক্ত দিক্ষার
দৃষ্টান্ত মানবিকতা শিক্ষার।


উচু নিচু দীন বিত্তবান
প্রতিবন্ধী অজ্ঞ জ্ঞানবান
শিশু বৃদ্ধ নওজোয়ান
কৃষ্ণ গোরা সবাই সমান,


উপেক্ষা করে সব জলুস
সেদিক গমন হারিয়ে হুশ।
যেথা নেই দল মত পক্ষ
সকলের একটায় লক্ষ্য,


সব ত্যাগ করে শুধু হৃদয়-
নিয়েই সবে হাজির হয়।
শুরু হয়েছে উত্তাল ছন্দ
ভাসিয়ে নিবে সব মন্দ।


১৪/০৯/২০২৩ খ্রিঃ