নতুন পোশাক না হলে মোর "হবে না ঈদ উদযাপন"
খাঁটি মানুষ করতে পারে? এ ধারণা পোষণ?
চারিদিকে ভুখা, ছিন্ন বস্ত্র আবৃত এমন,
পাহাড়সম কষ্ট নিয়ে আছে কতো জন!
মোদের কতো আছে তবু কাঙ্ক্ষা হয় না পূরণ!
এদের পানে চেয়ে একবার ভাবি কী কোনো ক্ষণ?


এক দিনের ঈদের নামাজের জন্য পোশাক ক্রয়,
ভাবি না এটা মঙ্গলময়, অহেতুক অপব্যয়!
বাজারগুলোতে গেলে মনে হয় না কারো মাঝ,
বিন্দুমাত্র করছে না দুঃখ-শোক যাতনা বিরাজ।
এক মুসলিম আরেক জনের দর্পন স্বরূপ, ভাই ভাই,
এক অংগের ব্যথায় যেরূপ অন্য অংগ ব্যথা পায়!


কী নিদারুণ দুঃখ-কষ্টে ফিলিস্তিনের জনগণ!
জঘন্যরা চালাচ্ছে কল্পনাতীত ক্ষতিসাধন!
অসম্ভব সেটা সঠিকভাবে করা নিরুপন!
দুঃসাধ্য নিখুঁত লিপিবদ্ধ ও চিত্র গ্রহণ!
তারাও মানুষ, আমাদের ভাই, অসহনীয় যন্ত্রণায়!
কই একটু ভাবছি? নিজকে নিয়ে কাটছে ব্যস্ততায়।


যারা মারা গিয়েছেন তাদের হয়েছে দাফন,
জীবিতরা তীব্র কষ্টে করছে অতিবাহন।
যারা একদিনের ঈদের জন্য এতো উল্লসিত
তারা মানসিকভাবে মারাত্মক অসুস্থ!
আমরা খুব স্বার্থপর, ভাবি আমার কিছু হয় নাই,
দূর থেকে কিছু না করলেও রাখি একটু দোয়ায়।


এখন রমজান মাস সাহরী ইফতার তাদের নসিবে নাই,
সর্বক্ষণ আতঙ্ক! কখন প্রাণ যায় ঘাতকের বোমায়!
ঈদের কথা ভুলে গেছে কল্পনাইও নাই,
কীভাবে করবে উদযাপন সর্বহারা নাই ঠাই!
ধৈর্যের সীমা অতিক্রম করছে দুশমন জারজ!
শোনে না নারী শিশু বৃদ্ধের কারো কোনো আরজ!


সহযোগিতায় প্রসার হই আছে যাদের ক্ষমতা,
আমাদেরও এ দিন আসতে পারে দেখাই মমতা।
খোদা তাদের পরিত্রাণ দিন দোয়া করি প্রাণ খুলে,
আনন্দে মেতে হ্যাংলার মতো বেদনা না যাই ভুলে।