এই পৃথিবীটা আদি থেকে
সর্বক্ষণ আঁধার বিদ্যমান,
চাঁদ-সূর্য উদিত হলে ক্ষণিক
দেখা যায় আলোর বান।


জীবনটা ভুল দিয়ে শুরু
আদি পিতা-মাতা থেকে,
ভুল হলে শুধরে নেবো
তবে এড়িয়ে যাবো একে।


পৃথিবী হাসি-তামাশার নয়
শুরু থেকে কান্নার
হাসির মুহূর্ত আসে ক্ষণিক।
হাসবো তবে কান্নাকে ভুলে নয়।


জীবনটা আনন্দ বেদনার
পৃথিবীর সূচনা লগ্ন থেকে
আনন্দিত হবো তবে
বেদনাকে ভুলে নয়।


জীবনটা আরাম-কষ্টের
পৃথিবীর শুরু থেকে
আরাম করবো তবে
কষ্টকে ভুলে নয়।


জীবনটা সুখ-দুঃখের
পৃথিবীর শুরু থেকে
সুখের মুহূর্ত এলে
দুঃখকে না যাই ভুলে।