ক্রন্দন কভু কারো কাম্য নয়,
অথচ সন্তান ভূমিষ্ঠের সময়-
সবাই কান্নাকে স্বাগত জানায়,
বিমর্ষ! নবজাতের নীরবতায়!


কান্না হাসি দুটি বিপরীত শব্দ,
পৃথিবীর শুরু থেকে শেষ অব্দ।
আগমন যদি ক্রন্দন দিয়ে হয়,
তবে শেষ কেনো হাসিতে নয়?


শেষ হাসিটাকে বজায় রাখতে,
কত কিছু হয় আড়ালে ঢাকতে।
কত স্বপ্নচূর্ণ নির্বাক দেখতে হয়!
গোটাজীবন নিভৃতে ক্রন্দনময়!


"মৃত্য" শব্দ সাংঘাতিক ভয়ানক!
তাতে কখন করে মিষ্ট অন্মেষণ?
যদি জীবনটা হয়ে যায় দুর্বিসহ-
যাতনার দুর্বোধ্য কারাগার তখন!