আজকে আমি বলব না কাউকে ঈদ মোবারক!
বিদ্রোহের অনলে জ্বলছি, হৃদয়ে গভীর শোক!
বুকে আমার জ্বলছে দাউদাউ বিদ্রোহের দাবানল!
জালিমের করতাম ছিন্ন ভিন্ন বাহুতে থাকলে বল!


সবাই ঈদের খুশি নিয়ে আছে বেজায় মেতে,
আজ আমার অগ্নি মূর্তি আছি ভীষণ তেঁতে!
নিষ্পাপ শিশুর বিভৎস মুখ, গগণবিদারী আর্তনাদ!
আর দেখতে চাই না জানাই তীব্র নিন্দাবাদ।


নিরুপায় তাই দূর থেকে জানাই ওদের ধিক্কার!
শুনতে আর চাই না বুক ভাঙা এ চিৎকার!
আকাশ কাঁদে, বাতাস কাঁদে কাঁদে মর্ত্যলোক!
জালিমের মুখে পদাঘাত করি ওরা নিশ্চিহ্ন হোক।


যেদিন ধরার বুকে, নিরাপদে থাকবে সকল লোক,
সেদিন সবাইকে বলল ঈদ মোবারক! ঈদ মোবারক!


রচনা : ২৯.০৭.২০১৪ খ্রিঃ