কৃষাণ ক্ষেতে চষছে লাঙল
হেঁটে সারি সারি,
আইলের 'পর দাড়িয়ে আছে
উত্তরাধিকারী।


মেঠোপথে কিষাণবৌ যায়
পোটলা বেঁধে লয়ে,
কটিতে পান্তাভাত, হাতে-
জলের পাত্র বয়ে।


লাঙল চষা রেখে কৃষাণ
বসে খেজুর তলে,
খেতে খেতে কৃষাণ বধূ
নানা কথা বলে।


অদূরে তার ছোট্ট ছেলে
দেখে পাখির মেলা,
ছোট্ট হৃদয় পাখির ডানায়
ভাসায় স্বপ্ন ভেলা।


কৃষাণ কিষাণী আবিষ্ট
ফসল বোনার ধ্যানে,
সোনার ফসলে ভরবে মাঠ
কতো আশা প্রাণে।